রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে আরএমপি’র উদ্যোগে আরএমপি’র বিভিন্ন টিমের খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণী অনুষ্ঠানে আয়োজন করা হয়। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে উন্নতমানের ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। ক্রীড়া সামগ্রী বিতরণ শেষে পুলিশ কমিশনার আউটসোর্সিং এর মাধ্যমে আরএমপিতে কর্মরত চতুর্থ শ্রেণির কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: রশীদুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলামসহ আরএমপি'র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।