1. admin@doinikashomoy.com : admin :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৬ অপরাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তি :
Welcome To Our Website...
শিরোনাম :
শ্রমিক দিবসেও শ্রম বিক্রি; শ্রমিক দিবস কি তাও নেই জানা! বাঘার ঐতিহাসিক ঈদ মেলার ডাক সম্পন্ন বাঘা পৌরসভা পরিদর্শনে বিভাগীয় কমিশনার দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবীর আর্থিক অনিয়মসহ বিভিন্ন অভিযোগে মোহনপুর গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ বরখাস্ত মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে এক পরিবারের ৫ জনের মৃত্যু ২৫ মার্চ গণহত্যা দিবসে পুলিশ কমিশনারের শ্রদ্ধা মশা নিয়ন্ত্রণে রাসিক টাস্কফোর্স কমিটির সভা প্রতারণার ফাঁদে ৪২ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত: প্রতিবাদে সংবাদ সম্মেলন বাঘায় স্তুপ করা বালু বিক্রি নিয়ে বিবাদে মারধর মোটরসাইকেল ভাংচুর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার

পিএসসির সদস্য হলেন বাঘার কৃতি সন্তান রাবি অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৩২২ বার পঠিত

 

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
সরকারি কর্ম কমিশনের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে।আজ মঙ্গলবার (১৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কানিজ ফাতেমার স্বাক্ষর করা প্রজ্ঞাপনে তাকে নিয়োগের এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডেকে অন্যান্য প্রতিষ্ঠান ও কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে জনস্বার্থে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য পদে নিয়োগ প্রদান করলেন।

এতে আরও বলা হয়, সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্বগ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া- এর মধ্যে যেটি আগে ঘটে, সেসময় পর্যন্ত সরকারি কর্ম কমিশনের সদস্য পদে দায়িত্ব পালন করবেন।

অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জনসংযোগ দপ্তরের প্রশাসক পদে দায়িত্বরত। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রদীপ কুমার পাণ্ডে ১৯৮৯ সালে এসএসসি পাস করেন। ১৯৯১ সালে এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেন। ১৯৯৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও ১৯৯৫ সালে একই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। স্নাতক ও স্নাতকোত্তরে তিনি প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। ২০০০ সালে একই বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন প্রদীপ কুমার পাণ্ডে। এরপর ২০০৩ সালে সহকারী অধ্যাপক, ২০১১ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৮ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।

অধ্যাপক প্রদীপ ২০০৬ সালে নরওয়ে সরকারের বৃত্তির আওতায় অসলো বিশ্ববিদ্যালয়ে সামার কোর্সে অংশগ্রহণ করেন। ২০১০ সালে যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম স্টাডিজে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১৫-২০১৮ সাল পর্যন্ত বিভাগীয় সভাপতির দায়িত্ব পালন করেন। রাবি মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

এদিকে প্রদিপ পান্ডে  পিএসসির সদস্য হওয়ায় তাঁর জন্মস্থান ( গ্রামের বাড়ি) বাঘায় বইছে আনন্দের বন্যা। কেউ মুঠোফোনে, কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  Email: newsashomoy@gmail.com Contuct:  01711368742 © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ এ সময়
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park