বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ
চুরি করা মোটরসাইকেল নিয়ে রাজশাহী বাঘার মাজার এলাকায় ঘুরতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে ৩জন। গ্রেপ্তারকৃতরা হলো-রাজশাহীর টিকাপাড়া গোরস্থান মহল্লার মঞ্জুর রহমানের ছেলে শিমুল হোসেন হৃদয় (২০), একই মহল্লার আলমগীর হোসেনের ছেলে মাহমুদুর হাসান প্রেম (২১), মৃত সজুন আলীর ছেলে জিসান হোসেন আশিক (২৪)।
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) মাজার এলাকা থেকে চুরি করা মোটরসাইকেলসহ তাদের গ্রেপ্তার করে বাঘা থানা পুলিশ। পুলিশের কাছে তারা মোটরসাইকেল চুরির কথা শিকার করেছে বলে জানায় পুলিশ।
বিসয়টি নিশ্চিত করে বাঘা থানার এসআই নাজমুল হোসেন বলেন, গত সোমবার (৪ ফেব্রুয়ারি) রাজশাহীর ভদ্রা আবাসিক জামালপুর মহল্লার আবদুর রহমানের ছেলে আবদুর রহিমের বাড়ির সামনে থেকে তার এ্যাপাসি আরটিআর লাল রঙ্গের মোটরসাইকেলটি চুরি হয়। এনিয়ে আবদুর রহিম বাদি হয়ে রাজশাহীর চন্দ্রিমা থানায় সাধারণ ডাইরি (জিডি) করেন।
এসআই নাজমুল হোসেন জানান, মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) চুরি করা সেই মোটরসাইকেল নিয়ে তারা বাঘা মাজার এলাকায় ঘুরতে আসে। গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় চন্দ্রিমা থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।