বাঘা (রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় কদম গাছ কাটা নিয়ে বাক বিতন্ডায় মোখলেছুর রহমান ( ৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার ( ৮ জানুয়ারি) সকালে উপজেলার পৌর সদরের ৫ নং ওয়ার্ডে দক্ষিন মিলিক বাঘা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত হায়দার আলীর মৃত্যুর পর তার সম্পত্তি সন্তানেরা ভাগ বাটোয়ারা করে ভোগ দখল করছেন। তবে জমির সিমানা নির্ধারন নিয়ে মোকলেছুর রহমানের সঙ্গে তার বোনের ( বিউটির ) দ্বন্দ্ব চলছে দির্ঘদিন থেকে। দাবিকৃত জমিতে থাকা দুইটি কদম গাছ বড় বোন লাভলির নিকট বিক্রয় করেন ছোট বোন বিউটি। এ দিন সকালে লাভলির স্বামি কামাল হোসেন খড়ি করার জন্য কদম গাছের ডাল কাটতে থাকেন। এ সময় স্ত্রীর বড় ভাই মোকলেছুর তাকে ডাল কাটতে বারন করলে উভয়ের মধ্যে বাক বিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয় কয়েকজন তাদের থামিয়ে দেয়। এর কিছুক্ষন পরেই মোকলেছুর চেয়ারে বসে থাকা অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মৃত্যুর বিষয়ে জানতে চাইলে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডাঃ রাকিব আহম্মেদ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু ঘটেছে। লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।
বাঘা থানার পরিদর্শক ( তদন্ত ওসি ) সবুজ রানা বলেন, পিটিয়ে হত্যা করা হয়েছে মর্মে নিহতের ছেলে সুমন একটি অভিযোগ দাখিল করেছেন। এজাহার নামিয় লাভলি বেগম কে জিঙ্গাসাবাদের জন্য পুলিশ হেফাযতে নেয়া হয়েছে। মামলা প্রক্রিয়াধিন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।