বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ
গত রোববার (৭ জানুয়ারী) ভোটের দিন রাতে রাজশাহীর বাঘা উপজেলার সরেরহাট বাজারের স্মৃতি স্টুড়িও’র সামনে নাট্যকার,নির্মাতা ফিরোজ আহম্মেদ শিমুল সরকারকে (৪৫) লোহার রড়, চা পাতি ও চাইনিজ কুড়াল দিয়ে পিটিয়ে-কুপিয়ে জখম করার অভিযোগে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫/৬জনকে আসামী করে বাঘা থানায় মামলা দায়ের করা হয়েছে।
এখন পর্যন্ত কোন আসামি গ্রেফতার না হওয়ায় তিব্র ক্ষোভ প্রকাশ করেন
শিমুলের পরিবার ও তার শুভাকাঙ্ক্ষীরা। আসামিদের দুরুত গ্রেফতার করে পুলিশের দ্বায়িত্বশীল ভুমিকা পালনের দাবি করেন।
তারা বলেন একজন মুক্ত চিন্তার সাংস্কৃতিক ব্যাক্তিকে প্রকাশ্যে বাজারে হামলা হলো এটা কোন ভাবেই মেনে নেওয়া যায় না।
সোমবার(৮ জানুয়ারী) আহতের ছোট ভাই ফরহাদ হোসেন বাদি হয়ে এ মামলা করেছেন। মামলায় আসামি করা হয়েছে- লালপুর উপজেলার দুড়দুড়ি গ্রামের শাহিনুর রহমান, হাফিজুর রহমান, রিংকু হোসেন, শফিকুল ইসলাম, মাসুম হোসেন, আরিফুল ইসলামসহ অজ্ঞাত আরো ৫/৬ জন। আহত ফিরোজ আহম্মেদ শিমুল সরকার শাহ্দৌলা সরকারি কলেজের অধ্যাপক (অবসরপ্রাপ্ত), সরেরহাট গ্রামের মরহুম নুরুল ইসলামের ছেলে। তিনি নাট্যকার,নির্মাতা। এই কাজে ইতি মধ্যেই নাট্যকার,নির্মাতা হিসেবে জনপ্রিয় হয়েছেন।
ফিরোজ আহম্মেদ শিমুল সরকার জানান, ভোট উপলক্ষে গত ২ জানুয়ারী নিজ বাড়িতে আসেন। রোববার (৭ জানুয়ারী) ভোটের দিন রাত ৯টার দিকে সরেরহাট বাজারের স্মৃতি স্টুড়িও’র সামনে বসে চা খাচ্ছিলেন তিনি । এ সময় লালপুর উপজেলার দুড়দুড়ি গ্রামের শাহিনুর রহমান, হাফিজুর রহমান, রিংকু হোসেন, শফিকুল ইসলাম, মাসুম হোসেন, আরিফুল ইসলামসহ আরো ৫/৬ জনের একটি দল লোহার রড়, চা পাতি ও চাইনিজ কুড়াল নিয়ে অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করে । ফরহাদ হোসেন জানান,পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পূর্ব শত্রুতার জের হিসেবে এ ঘটনা ঘটিয়েছে বলে জানান তিনি । এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করেও পাওয়া যায়নি। এদিকে মামলা হলেও আসামী গ্রেপ্তার হয়নি।
বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তার এড়িয়ে আসামীরা পলাতক রয়েছে। তবে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।