নিজস্ব প্রতিবেদকঃ
বিশিষ্ট ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এ্যাড. গোলাম আরিফ টিপু এর মরদেহে শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী কলেজ শহিদ মিনারে আনা হয়।
এসময় পুষ্পার্ঘ্য অর্পণ করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এরপরে তাঁর মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, মহানগর ও জেলা আওয়ামী লীগ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পুষ্পার্ঘ্য অর্পণ শেষে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, গোলাম আরিফ টিপু জীবনের ঝুঁকি নিয়ে ভাষা আন্দোলন করেছেন, রাজশাহীতে দেশের প্রথম শহীদ মিনার নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করেন, তিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করতে দিনের পর দিন অবিচল থেকে সাহসিকতার সাথে কাজ করে গেছেন। তিনি শুধু রাজশাহীর নয়, সারাদেশের সম্পদ। তাঁর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো। তাকে অনুসরণ করতে পারলে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হবে।
পরে রাজশাহী কলেজ শহীদ মিনারের সামনে অ্যাড. গোলাম আরিফ টিপুর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।