নিজস্ব প্রতিবেদকঃ ০১ জানুয়ারি, ২০২৪
সারাদেশের মতো রাজশাহীতেও বই উৎসবে শিক্ষার্থীদের হাতে নতুন বছরে বই তুলে দেয়া হয়েছে। গত ১২ বছর ধরে নতুন বছরে, নতুন ছাপা হওয়া, নতুন বইয়ের গন্ধ নিয়ে নতুন শিক্ষাবর্ষ শুরু করে আসছে শিশুরা। আজ সোমবার বেলা ১১টায় মহানগরীর অগ্রণী স্কুল এন্ড কলেজে বেলুন উড়িয়ে এ বই উৎসবের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে রাজশাহীর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অঞ্চলের উপ-পরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. মোঃ মোকছেদ আলী।
এসময় রাজশাহী জেলা শিক্ষা অফিসার মোহাঃ নাসির উদ্দীন, রাজশাহীর অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাইফুল হক, অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয় সভাপতি মোশারফ হোসেন বাচ্চু উপস্থিত ছিলেন।
রাজশাহী জেলা শিক্ষা অফিস সুত্রে, মাধ্যমিক,দাখিল, এবতেদারি, এসএসসি ভোকেশনাল, ভোকেশনাল ট্রেড, ইংরেজী ভার্সনের ২০২৪ সালের সম্ভাব্য শিক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৬০০ জনের মধ্যে বিতরণকৃত পাঠ্যপুস্তকের সংখ্যা ২৬ লাখ ৪৭ হাজার ৭১৮টি। বই হাতে পেয়ে আনন্দিত কোমলমতি শিক্ষার্থীরা।