শোরগোল করলেও সংবিধান পরিবর্তন করার সাহস বিজেপির নেই: রাহুল গান্ধী
বার্তা অনলাইন ডেস্কঃ ১৭ মার্চ ২০২৪
ক্ষমতাসীন বিজেপি অনেক শোরগোল করতে পারলেও সংবিধানে উল্লেখযোগ্য পরিবর্তন আনার সাহস নেই বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আজ রোববার মুম্বাইতে তিনি এই মন্তব্য করেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
রাহুল গান্ধী জোর দিয়ে বলেন, সত্য ও দেশবাসীর সমর্থন দৃঢ়ভাবে তার পাশে রয়েছে।
বিজেপি নেতা অনন্তকুমার হেগড়ের সম্প্রতি বলেছিলেন, সংবিধানে কংগ্রেসের করা পরিবর্তনগুলো ঠিক করতে বিজেপির দুই হাউজেই দুই-তৃতীয়াংশ সমর্থন আছে বিজেপির। তার ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করলেন কংগ্রেস নেতা।
সেন্ট্রাল মুম্বাইতে ড. বি আর আম্বেদকারের সমাধি 'চৈত্যভূমি'তে সম্মান জানিয়ে এবং সংবিধানের প্রস্তাবনা পাঠ করে শনিবার ৬৩ দিনের দীর্ঘ 'ভারত জোড়ো ন্যায়যাত্রা'র ইতি টানেন রাহুল গান্ধী।
আসন্ন লোকসভা নির্বাচনে সারা ভারতের জনগণকে সম্পৃক্ত করতে গত ১৪ জানুয়ারি ওই যাত্রা শুরু করেছিলেন কংগ্রেস নেতা।