নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর তিনটি উপজেলার চারটি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ( ৪ জানুয়ারি ) দিবাগত রাতে পেট্রোল ঢেলে ওই ভোট কেন্দ্রগুলোতে আগুন দেওয়া হয়। এর মধ্যে একটি ভোট কেন্দ্রের সামনে থেকে দুইটি হাত বোমা পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, তিনটি ভোটকেন্দ্র পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে। আগুনে বিদ্যালয়ের বই ও কাগজপত্রসহ স্কুলের আসবাবপত্র পুড়ে গেছে। এগুলো হলো- রাজশাহী-৩ আসনের মোহনপুর উপজেলার মতিহার উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র, রাজশাহী-৪ আসনের বাগমারা উপজেলার আক্কেলপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র এবং রাজশাহী-৬ আসনের বাঘা উপজেলার ঝিনা ও জোতনশী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র। এর মধ্যে আক্কেলপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে দুইটি হাত বোমা পাওয়া গেছে। পুলিশ সেটি ঘিরে রেখে বোমা নিস্কৃয় দলকে খবর দেয়।