জয়পুরহাট প্রতিনিধি:
অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে ভারতে পাচারের চেষ্টাকালে ৪০ভরি স্বর্ণের ৪টি বারসহ এক চোরাকারবারি কে আটক করেছে জয়পুরহাটে-২০ বিজিবি।
আজ দুপুরে জয়পুরহাটে-২০ বিজিবি’র কনফারেন্স রুমে এক সংবাদ সন্মেলনে ২০ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে আজ সকাল সাড়ে সাতটার দিকে বিজিবির টহল দল দিনাজপুরের হিলি সীমান্তের ২৮৯ নং পিলারের কাছে সীমান্ত অতিক্রম করে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টার সময় দামুদার নামক স্থানে অভিযান চালানো হয়।
অভিযানে ৪০ ভরি স্বর্ণের ৪টি বারসহ মোস্তাকিম রহমান নামে এক চোরাকারবারীকে আটক করা হয়। এই সময় স্বর্ণের বারের পাশাপাশি একটি সিমকার্ড সহ একটি ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করে। আটক ব্যক্তিকে দিনাজপুরের বিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।